শৈলকুপায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন বাবর ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি মোঃ রাকিবুল হাসান খান দিপু ও মোঃ নজরুল ইসলাম জোয়ার্দার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান তুর্কি।
আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নেতারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গণঐক্যের প্রতীক- এ দিনটির চেতনা আজও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা জোগায়।
১৩২ বার পড়া হয়েছে