পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নে সমন্বিত পরিকল্পনার আহ্বান এনসিপি নেতার
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৭:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি ও জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল।
বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরের প্রফেসর কুমার সুমিত রায় জিমনেসিয়ামে অনুষ্ঠিত এনসিপির তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শহিদুর রহমান সোহেল বলেন, পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য এমন একটি পরিকল্পনা প্রয়োজন, যা কেবল অবকাঠামো উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষির আধুনিকায়ন, সংস্কৃতির সংরক্ষণ ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেবে। আমরা পাহাড়ি জনগণের অধিকার সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সুযোগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছি। পরিবেশের ভারসাম্য রক্ষা করে আধুনিক উন্নয়ন কৌশল বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে আত্মনির্ভরশীল করা আমাদের লক্ষ্য।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি রাঙামাটি জেলা প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী জুবাইরুল হাসান, বিভাগীয় সমন্বয়কারী এ এস এম সুজাউদ্দিন, পার্বত্য অঞ্চল তত্ত্বাধায়ক ইমন ছৈয়দ, শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক কলিন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা ঝুমা প্রমুখ।
১১০ বার পড়া হয়েছে