'সব সময়ের সেরা ওয়ানডে ক্রিকেটার বিরাট কোহলি'
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতীয় ব্যাটার বিরাট কোহলির প্রশংসায় মুখর প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহ। তাঁর মতে, কোহলি শুধুমাত্র এই প্রজন্মের নয়, বরং সব সময়ের সেরা ওয়ানডে ক্রিকেটার।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াহ বলেন, “বিরাট কোহলির ধারাবাহিকতা, মানসিক দৃঢ়তা এবং রান করার ক্ষুধা বিশ্ব ক্রিকেটে নতুন মানদণ্ড স্থাপন করেছে। তিনি এক প্রজন্মে একবার জন্ম নেওয়া ক্রিকেটার।”
৩৭ বছর বয়সী কোহলি এখন পর্যন্ত ৩০৫টি ওয়ানডেতে ১৪,২৫৫ রান করেছেন, যার মধ্যে রয়েছে রেকর্ড ৫১টি শতক—যা কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শতকের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এই কীর্তির সুবাদে তিনি ওডিআই ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
ওয়াহ আরও বলেন, “বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই অসাধারণ খেলোয়াড়। বিরাট সম্ভবত ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার। সবাই তাদের খেলতে দেখতে চায়, যদিও প্রতিটি ম্যাচে তাদের দেখা সম্ভব হয় না।”
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে কোহলি অপরাজেয় ৭৪ রান এবং রোহিত শর্মা অপরাজেয় ১২১ রান করে ভারতকে ৯ উইকেটে জয় এনে দেন। এই জয়ের সুবাদে ভারত সিরিজে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পায়।
উল্লেখ্য, কোহলি ও রোহিত দুজনেই ইতিমধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে স্টিভ ওয়াহ বিশ্বাস করেন, ভারতের নতুন টি-টোয়েন্টি দল প্রতিভাবান ও তারকা খেলোয়াড়ে ভরপুর, যা ভবিষ্যতে আরও সাফল্য বয়ে আনবে।
১৫২ বার পড়া হয়েছে