২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত, সূচি আসছে আগামী সপ্তাহে
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৮টি ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এখনো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, আগামী সপ্তাহেই সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতের পাঁচটি মাঠে অনুষ্ঠিত হবে বেশিরভাগ ম্যাচ- দিল্লির আরুন জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, চেন্নাইয়ের চিন্নাসোয়ামি স্টেডিয়াম এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
শ্রীলঙ্কায় ম্যাচ অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে, যার দুটি হলো কলম্বো ও পাল্লেকেলে।
টুর্নামেন্ট শুরু হবে আগামী ৭ মার্চ, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মার্চ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মতো এই বিশ্বকাপের ফাইনালও নির্ধারিত হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে বিশেষ শর্ত অনুযায়ী, যদি পাকিস্তান ফাইনালে ওঠে, সেক্ষেত্রে ম্যাচটি সরিয়ে নেওয়া হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সাম্প্রতিক আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতেও দেখা গেছে, দুই দেশের ম্যাচগুলো আয়োজিত হয় নিরপেক্ষ ভেন্যুতে- যেমন চলতি বছরের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ হয়েছিল দুবাইয়ে, ফাইনালসহ। নারীদের ওয়ানডে বিশ্বকাপেও একই নিয়ম অনুসরণ করা হয়েছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল, ২০২৪ সংস্করণের মতোই। চারটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল; প্রতিটি দল খেলবে পরস্পরের বিপক্ষে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার এইট পর্বে, সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমি-ফাইনালে।
সব অঞ্চলের বাছাইপর্ব শেষে ইতোমধ্যে নির্ধারিত হয়েছে অংশগ্রহণকারী ২০ দল। উল্লেখযোগ্যভাবে, প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি।
১৬৯ বার পড়া হয়েছে