সর্বশেষ

খেলা

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত সিটির জয়, কষ্টের জয় ইন্টারের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দারুণ ফর্মে আছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

বুধবার রাতে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেছেন ফিল ফোডেন।

ম্যাচের ২২ মিনিটে ফোডেনের গোলে লিড নেয় সিটি। এরপর ২৯ মিনিটে আর্লিং হালান্ড ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ৫৭ মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পান ফোডেন, স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
৭২ মিনিটে ডর্টমুন্ডের ওয়াল্ডেমার এন্টন এক গোল শোধ দিলেও যোগ করা সময়ে রায়ান ছের্কির গোল সিটির বড় জয় নিশ্চিত করে (৪-১)।

এদিকে সান সিরোতে কায়রাত আলমাতির বিপক্ষে হোঁচট খেতে খেতেই জয় পেয়েছে ইন্টার মিলান। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে লওতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় গত আসরের রানার্সআপ দলটি।
তবে বিরতির পর ৫৫ মিনিটে কায়রাতকে সমতায় ফেরান অর্ফি আরাদ। পরে ৬৭ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোস আগুয়েস্তোর গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ইন্টার।

দিনের অন্য ম্যাচগুলোতে বায়ার লেভারকুসেন ১-০ গোলে বেনফিকাকে হারিয়েছে, আটালান্টা একই ব্যবধানে জিতেছে ফরাসি ক্লাব মার্সেইয়ের বিপক্ষে। আর প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড ২-০ গোলে পরাজিত করেছে স্প্যানিশ দল অ্যাথলেটিক বিলবাওকে। দলের হয়ে গোল দুটি করেছেন বার্ন ও জোয়েলিনটন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন