বান্দরবানে অসহায় নারী ও শিশুর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান সদর ট্রাফিক মোড়ে খোলা আকাশের নিচে বসবাস করছিলেন এক অসহায় নারী ও তার শিশু।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের নজরে আসার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) জেলা প্রশাসক ওই নারী ও তার সন্তানের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে খাদ্য, পোশাক, শিশুর ডায়াপার এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ সব ধরনের সহায়তার ব্যবস্থা করার নির্দেশ দেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে মা ও শিশুর পুনর্বাসন কার্যক্রম শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (গোপনীয়), সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “মানুষের পাশে থাকা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কোনো মানুষ যেন অসহায় অবস্থায় কষ্ট না পায়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বদা কাজ করছে।”
স্থানীয়রা জানায়, জেলা প্রশাসকের দ্রুত পদক্ষেপের ফলে নারী ও তার সন্তান মানবিক সহায়তা পেয়ে স্বস্তি ফিরে পেয়েছেন।
১৩৮ বার পড়া হয়েছে