হামাস ফিরিয়ে দিয়েছে আরও ১ ইসরাইলি বন্দির লাশ
বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ ৭:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজা থেকে আরও এক ইসরাইলি বন্দির মৃতদেহ বুধবার (৫ নভেম্বর) ইসরাইলের কাছে হস্তান্তর করেছে হামাস। এ নিয়ে রেডক্রসের মধ্যস্থতায় মোট ২২ জন নিহত জিম্মির লাশ ফেরত দেওয়া হলো।
যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস এখনও আরও ছয়জনের লাশ হস্তান্তর করবে, যার মধ্যে একজন ইসরাইলি, একজন থাই ও একজন নেপালের নাগরিক রয়েছেন। গত মাস থেকেই যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মৃত ইসরাইলিদের লাশ হস্তান্তর শুরু করে হামাস।
ইসরাইল অভিযোগ করছে, হামাস মৃত বন্দিদের লাশ ফেরাতে দেরি করছে। তবে হামাস বলছে, ধ্বংসস্তূপের নিচে অনেক লাশ চাপা পড়ায় খুঁজে পেতে সময় লাগছে।
চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় জীবিত ও মৃত জিম্মিদের বিনিময়ে ইসরাইল ধাপে ধাপে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। এছাড়া সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি করা হয়েছে।
তবে যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়ে উভয় পক্ষই একে অপরের দোষারোপ চালাচ্ছে। চুক্তি সত্ত্বেও গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনী আঘাত চালিয়েছে।
১২০ বার পড়া হয়েছে