ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : বাচ্চু মোল্লা
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৩:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
সোমবার বিকেলে তার মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দৌলতপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
মনোনয়নের খবর পেয়ে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ধানের শীষের প্রার্থী বাচ্চু মোল্লার বাড়িতে ছুটে যান এবং ফুলেল শুভেচ্ছা জানান।
দলীয় ঐক্য সুদৃঢ় করতে মঙ্গলবার দুপুরে বাচ্চু মোল্লা অন্যান্য মনোনয়নপ্রত্যাশীদের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রথমে তিনি ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েলের চুয়ামল্লিকপাড়াস্থ বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঐক্যের আহ্বান জানান। পরে বিএনপির সাবেক সভাপতি ও মনোনয়নপ্রত্যাশী আলতাফ হোসেনের বাড়িতেও যান তিনি।
সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আমাদের নিজেদের ভিতরে থাকা সব বিভেদ ভুলে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন,দল আমাকে মনোনয়ন দেওয়ায় আমি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুজ্জামান শামীম, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসিফ রেজা শিশির মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
৩৪৬ বার পড়া হয়েছে