নোয়াখালীর কবিরহাটে ট্রাকের চাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় চালকসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। 
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের পূর্ব ফতেহপুর এলাকায় কবিরহাট ফাজিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া জানান, নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন—অটোরিকশা চালক খোকন (৪৬), যাত্রী মো. সুমন (৩৩), শাহাদাত হোসেন (৩৬) এবং নোয়াখালী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিম হাসান (২৬)। তবে এখনো এক নারীসহ বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে শহর মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি বসুরহাটের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশার সামনের এক্সেল ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং সেটি উল্টো লেনে চলে যায়। ঠিক সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয় এবং দূরে টেনে নিয়ে যায়।
ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি শাহীন মিয়া আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়। ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
১১১ বার পড়া হয়েছে