সর্বশেষ

আন্তর্জাতিক

নিউইয়র্কে আজ মেয়র নির্বাচন, এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী মামদানি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৪:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মেয়র নির্বাচন। স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এরই মধ্যে রেকর্ডসংখ্যক- ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ব্যতীত শহরটির ইতিহাসে সর্বোচ্চ।

ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ড- এই পাঁচ প্রশাসনিক অঞ্চলে বিভক্ত নিউইয়র্ক সিটি একক জনপ্রিয় ভোটে মেয়র নির্বাচন করে।

সর্বশেষ জরিপগুলোতে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন। এমারসন কলেজ, পিআইএক্স ১১ ও দ্য হিল-এর যৌথ জরিপ অনুযায়ী, মামদানির সমর্থন ৫০ শতাংশ, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর সমর্থন ২৫ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া পেয়েছেন ২১ শতাংশ সমর্থন।

প্রাইমারিতে পরাজয়ের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কুয়োমো। তিনি অপরাধ দমন ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে মধ্যপন্থি ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। অন্যদিকে, স্লিওয়া আইনশৃঙ্খলা ইস্যুকে প্রাধান্য দিলেও ডেমোক্র্যাট ঘেঁষা শহরে তার সম্ভাবনা সীমিত বলেই মনে করা হচ্ছে।

২০২১ সালে চালু হওয়া ‘র‌্যাঙ্কড চয়েস ভোটিং’ পদ্ধতিতে এবারও ভোট গ্রহণ করা হচ্ছে। এতে ভোটাররা সর্বোচ্চ পাঁচজন প্রার্থীকে পছন্দক্রমে র‌্যাঙ্ক দিতে পারেন। কোনো প্রার্থী যদি প্রথম পর্যায়ে ৫০ শতাংশের বেশি ভোট না পান, তবে দ্বিতীয় পছন্দের ভোট অনুযায়ী পুনর্গণনা করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও অভিবাসী ভোটারদের উপস্থিতি এবার ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের অংশগ্রহণ বেশি হলে নিউইয়র্কের রাজনীতিতে নতুন এক প্রগতিশীল অধ্যায়ের সূচনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন