সর্বশেষ

খেলা

ইনজুরিতে সোহান ও শরিফুল দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম ইনজুরির কারণে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও দেবাশীষ চৌধুরী।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ও টি–২০ সিরিজে খেলা সোহান কিছুদিন ধরেই গোড়ালির ব্যথায় ভুগছিলেন। সোমবার করা পরীক্ষায় জানা গেছে, তার গোড়ালিতে টান লেগেছে। বিসিবির মেডিকেল টিম জানিয়েছেন, তাকে ১৫ থেকে ২০ দিন বিশ্রামে থাকতে হবে।

ফলে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের টেস্ট ম্যাচগুলোতে খেলতে পারবেন না উইকেটকিপার-ব্যাটার সোহান। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৯ নভেম্বর। তবে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারলে ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া টি–২০ সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

অন্যদিকে, বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম পড়েছেন মাংসপেশির ইনজুরিতে। তার ইনজুরিটি গ্রেড–ওয়ান পর্যায়ের বলে জানিয়েছেন ফিজিও দেবাশীষ চৌধুরী। প্রাথমিকভাবে দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন শরিফুল। এরপর পুনরায় মেডিকেল পরীক্ষা শেষে তার মাঠে ফেরার সম্ভাব্য সময় নির্ধারণ করা হবে।

শরিফুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–২০ সিরিজের দলে ছিলেন। ইনজুরির কারণে সোহানের মতো তিনিও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অনুপস্থিত থাকবেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন