জাতীয়
বাংলা একাডেমি আগামী অমর একুশে বইমেলা ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের পর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় নির্বাচনের পর আয়োজিত হবে অমর একুশে বইমেলা ২০২৬
স্টাফ রিপোর্টার
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলা একাডেমি আগামী অমর একুশে বইমেলা ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের পর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলা একাডেমির মহাপরিচালক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে মেলার সময় নির্ধারণ নিয়ে সমিতির প্রস্তাব আলোচনা করা হয়। সম্ভাব্য বিভিন্ন সময় বিবেচনা করে, নির্বাচন শেষে ফেব্রুয়ারি মাসে মেলা আয়োজন করা সবচেয়ে বাস্তবসম্মত বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মেলার সঠিক তারিখ নির্বাচনের দিন নির্ধারণের পর ঘোষণা করা হবে। এছাড়াও বাংলা একাডেমি সরকার ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর