সর্বশেষ

সারাদেশ

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় - এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, নড়াইলের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জেলা সমবায় অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, পুলিশ সুপারের প্রতিনিধি কোর্ট পুলিশ পরিদর্শক সরেস চন্দ্র, এবং সমবায় নারী উদ্যোক্তা সুরাইয়া ইসলাম রিক্তা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা ও সচেতন নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে সমতা ও অংশীদারিত্বের ভিত্তিতে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সমবায়ের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন