সারাদেশ
নির্বাচন ছাড়া গণভোটের কোনো উদ্যোগ নিলে বিএনপি আবারও রাজপথে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
গণভোট নয়, নির্বাচন চায় বিএনপি : ধামরাইয়ে যুবদল সভাপতি
মোঃ রাসেল হোসেন, ধামরাই
শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নির্বাচন ছাড়া গণভোটের কোনো উদ্যোগ নিলে বিএনপি আবারও রাজপথে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
তিনি বলেন, গণভোটের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করলে বিএনপি তা মেনে নেবে না।
শুক্রবার বিকেলে ধামরাই পৌর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।
মুরাদ আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে সংগ্রাম করছে। প্রয়োজনে আবারও সেই আন্দোলনে নামতে প্রস্তুত।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহামেদ ফারুক, যুবদল নেতা শহিদুল ইসলাম সুজনসহ স্থানীয় নেতাকর্মীরা।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর