সর্বশেষ

সারাদেশ

নড়াইলে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলায় চাঁদাবাজির অভিযোগ থানায় করার একদিন পর এক মুদি দোকান ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আগদিয়া গ্রামে ব্যবসায়ী আসাদুল খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত না হলেও পুরো পরিবার বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। খবর পেয়ে রাতেই সদর থানা পুলিশের পরিদর্শক মো. জামিল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাত ৯টার দিকে আসাদুল খন্দকারের মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৬ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ঘণ্টাখানেক পর আবারও ফোন করে চাঁদা না দিলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পরের দিন (২৮ অক্টোবর) ব্যবসায়ী আসাদুল সদর থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেন।

তবে অভিযোগ দেওয়ার পরদিনই হুমকিদাতারা তাদের হুমকি বাস্তবায়ন করে তার বাড়িতে ককটেল নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে। পরে আমরা গিয়ে দেখি আসাদুলের বাড়ির একপাশে ককটেল বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের দাগ তখনও দেখা যাচ্ছিল।”

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, “ঘটনাটি সম্পর্কে জিডি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। খুব শিগগিরই দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন