শিবালয়ে মা ও মেয়েকে হত্যা: পরকীয়া প্রেমিক গ্রেফতার
বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে মা ও মেয়েকে হত্যার ঘটনায় র্যাব গ্রেফতার করেছে সুজন (২৭) নামে এক যুবককে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে র্যাবের বিশেষ একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
নিহতরা হলেন শিবালয় উপজেলার জাফরগঞ্জ ভাঙ্গাবাড়ি গ্রামের আব্দুল রাজ্জাক শেখের স্ত্রী স্মৃতি বেগম (৩০) এবং তাদের তিন বছরের কন্যা মরিয়ম।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারের পর সুজন স্বীকার করেছে যে তার সঙ্গে স্মৃতি বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। সাতুরিয়া গ্রামের সাঈদ শেখের ছেলে সুজন কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফিরে। দেশে ফেরার পর স্মৃতি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সুজনের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে।
তদন্তে উঠে এসেছে, ২৩ অক্টোবর রাতে সুজন স্মৃতিকে ফোনে ডেকে নিয়ে স্থানীয় একটি পেয়ারা বাগানে হত্যা করে। ঘটনাটি দেখায় তিন বছরের মরিয়মকেও শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরিয়মের লাশ দড়ি বেঁধে যমুনা নদীতে ফেলে দেওয়া হয় এবং স্মৃতির লাশ বস্তায় ভরে নদীতে নিক্ষেপ করা হয়।
পরের দিন (২৪ অক্টোবর) সকালে স্থানীয়রা নদীতে মরিয়মের লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে অবহিত করে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্মৃতি বেগমের লাশ এখনও উদ্ধার হয়নি।
নিহত স্মৃতির স্বামী আব্দুল রাজ্জাক শেখ জানান, “সেদিন রাতে আমি মাছ ধরতে নদীতে ছিলাম। সকালে জানতে পারি মেয়ের মরদেহ পাওয়া গেছে, কিন্তু স্ত্রীর কোনো খোঁজ নেই। আমি চাই ঘাতক সুজনকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।”
র্যাব ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
১২৩ বার পড়া হয়েছে