ক্যাটাগরি–৫ হারিকেন মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, নিহত ৭
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ২:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী হারিকেন মেলিসা। আবহাওয়াবিদদের আশঙ্কা, ঝড়টি জ্যামাইকায় ভয়াবহ বন্যা, ভূমিধস ও ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।
ইতোমধ্যেই হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, মেলিসা বর্তমানে ক্যাটাগরি–৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ভয়াবহ জলোচ্ছ্বাস সৃষ্টি করছে। এতে জ্যামাইকার উপকূলীয় অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে এবং যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
রেড ক্রসের তথ্যমতে, ঝড়ের প্রভাবে ১৫ লাখেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। ইতোমধ্যেই ক্যারিবীয় অঞ্চলে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে—এর মধ্যে জ্যামাইকায় তিনজন, হাইতিতে তিনজন এবং ডোমিনিকান রিপাবলিকে একজন। এছাড়া একজন এখনো নিখোঁজ বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
জ্যামাইকার সরকার জানিয়েছে, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বিপর্যস্ত। জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি বিশেষ অনলাইন সহায়তা পোর্টাল চালু করা হয়েছে।
প্রতিবেশী কিউবাতেও ইতোমধ্যে ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। দেশটিতে সর্বোচ্চ বিপদসঙ্কেত জারি করে উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার ভোর নাগাদ মেলিসা কিউবার ভূমিতে আঘাত হানতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সাগরের অস্বাভাবিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেলিসা অতিপ্রবল শক্তি অর্জন করেছে—যা পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্য এক বড় মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে