সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আল-মামুন,খাগড়াছড়ি 
আল-মামুন,খাগড়াছড়ি 

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৩:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাবেক এমপি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া মন্তব্য করেন, জনগণ ঐক্যবদ্ধ এবং স্বচ্ছভাবে কাজ করলে দেশের মানুষের বিজয় নিশ্চিত হবে।

তিনি অভিযোগ করেন, দেশের নির্বাচনকে পেছাতে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চালানো হচ্ছে।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, “আওয়ামী লীগসহ দেশবিরোধী শক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণের ঐক্য অপরিহার্য। স্বৈরাচার বিদায়ের পর দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং জনগণের রায়েই দেশের ক্ষমতা থাকা উচিত।” তিনি দলের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিজয়ের আহ্বান জানান।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশের উন্নয়নের জন্য বিএনপির বিকল্প নেই উল্লেখ করে, বিতর্কিত ফ্যাসিস্টদের পুনরুত্থান রুখে দিতে সতর্ক করার আহ্বান জানান।

সভায় খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ সভাপতিত্ব করেন এবং সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক এড. আ: মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা প্রমুখ। এছাড়াও জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য, সকাল ৬টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি শুরু হয়। দুপুরে বর্ণাঢ্য র‍্যালি ও জিয়া ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ শেষে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কেক কেটে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে দিনটি সমাপ্ত হয়।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন