রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রোরেল সেবা পুনরায় চালু হয়েছে
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা আজ সোমবার বেলা ১১টায় পুনরায় চালু হয়েছে।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় ফার্মগেটের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় মেট্রোরেল চলাচল স্থগিত করা হয়। ঘটনায় এক যুবক নিহত হন। এরপর কিছুক্ষণ পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সেবা পুনরায় শুরু হয়। সন্ধ্যা সোয়া সাতটায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।
আজ সকালে ফার্মগেটের ক্ষতিগ্রস্ত অংশে নতুন বিয়ারিং প্যাড স্থাপন করা হয়। পরে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয় এবং কোনো সমস্যা না পাওয়ায় বেলা ১১টায় পুরো অংশে সেবা পূর্ণরূপে চালু করা হয়েছে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত একাধিকবার পরীক্ষামূলক ট্রেন চলাচলের পর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
পুরোদমে সেবা শুরু হওয়ার পর বেলা ১১:১৬ মিনিটে উত্তরা-মুখী প্রথম ট্রেন ফার্মগেট ছেড়ে যায়। একই সময় মতিঝিল-মুখী একটি ট্রেনও ফার্মগেটের দিকে যাত্রা শুরু করে।
১০৭ বার পড়া হয়েছে