সর্বশেষ

খেলা

ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের সঙ্গে অশ্লীলতার ঘটনা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে বিশ্বকাপে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার ইন্দোরে অশ্লীলতার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইন্দোরের রেডিসন হোটেলের বাইরে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, দুই নারী ক্রিকেটার রাস্তা দিয়ে হেঁটে ক্যাফেতে যাচ্ছিলেন, তখন মোটরসাইকেলযোগে আসা এক ব্যক্তি তাদের শরীরে বাজেভাবে স্পর্শ করেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন। বিষয়টি অবিলম্বে দলের নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশকে জানানো হয়।

ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের পুলিশ কমিশনার রাজেশ দানডোটিয়া বলেন, “অস্ট্রেলিয়া নিরাপত্তা দলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। তদন্তের পর আমরা আকিল নামের ব্যক্তিকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আগে থেকে মামলাও রয়েছে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অস্ট্রেলিয়া নারী দলের নিরাপত্তা সংস্থা বিষয়টি পর্যবেক্ষণ করছে।

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং আশা জানিয়েছে যে, দুই ক্রিকেটার দ্রুত মানসিক আঘাত কাটিয়ে উঠবেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন