সর্বশেষ

জাতীয়

আসি আসি করেও আসতে দেরি করছে এবারের শীত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের আবহাওয়ায় ধীরে ধীরে হিমেল হাওয়ার স্পর্শ পড়তে শুরু করেছে। ভোরের কুয়াশা আর ঠান্ডা বাতাস ইঙ্গিত দিচ্ছে শীতের আগমনের।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের আনুষ্ঠানিক সূচনা হবে।

সম্প্রতি এক বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, “নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলাসহ উত্তরাঞ্চলে শীত শুরু হবে। এরপর ধীরে ধীরে সারা দেশে শীতের প্রভাব বিস্তার করবে।”

ঢাকায় শীতের আগমন সম্পর্কে তিনি আরও বলেন, “রাজধানীতে ডিসেম্বরের প্রথমার্ধে শীত অনুভূত হবে।”

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, চলতি বছর শীত মৌসুম স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও তীব্র হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলে সকালে ঘন কুয়াশা এবং হালকা শিশির পড়া স্বাভাবিক হয়ে উঠবে।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আবহাওয়া সবজি ও আমন ধানের ফলনের জন্য অনুকূল প্রভাব ফেলবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন