কুষ্টিয়ার দৌলতপুরে জমি বিরোধে এক ব্যক্তি নিহত, আহত দুই
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে জাহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার সৎ ভাইয়েরা।
এ সময় নিহতের ছেলে রাব্বি (১৯) ও ভাই শরিফুল (৩৫) গুরুতর আহত হন। তারা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাগানপাড়া এলাকায়। নিহত জাহিদুল ইসলাম ওই এলাকার ভেলু মণ্ডলের দ্বিতীয় স্ত্রীর সন্তান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভেলু মণ্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে জাহিদুলের সৎ ভাই এনামুল ও বাদলসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জাহিদুল নিহত হন এবং তার ছেলে ও ভাই আহত হন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।”
১১৩ বার পড়া হয়েছে