সর্বশেষ

সারাদেশ

আজ রাতেই শেষ হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৪:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইলিশের প্রজনন মৌসুমে জারি থাকা ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (শনিবার) মধ্যরাতে।

নিষেধাজ্ঞা ঘোষণার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে ভোলার প্রায় ৩ লাখ জেলের। নতুন মৌসুমকে সামনে রেখে তারা এখন ব্যস্ত নৌকা-ট্রলার ও জাল মেরামতে।

মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরে সারি সারি নৌকা ও ট্রলার তৈরি রাখা হয়েছে মাছ ধরার জন্য। কেউ নতুন জাল কিনেছেন ঋণ নিয়ে, আবার কেউ পুরোনো জাল মেরামত করেই প্রস্তুত হচ্ছেন নদীতে নামতে।

জেলেরা জানান, প্রতি বছর মৌসুমের শুরুতে ধার-দেনা করে মাছ ধরার সরঞ্জাম তৈরি করতে হয় তাদের। আশা করছেন, এবারে পর্যাপ্ত ইলিশ ধরা পড়লে সেই ঋণ শোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন তারা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “নিষেধাজ্ঞা চলাকালে আমাদের অভিযান সফল হয়েছে। আশা করছি, এবার জেলেরা ভালো পরিমাণে ইলিশ ধরতে পারবে এবং লোকসান কাটিয়ে উঠতে সক্ষম হবে।”

নিষেধাজ্ঞার সময় জেলার সাত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় দুই শতাধিক জেলেকে আটক ও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন