সর্বশেষ

ফেবু লিখন

শিশু কন্যার সামনে বাবাকে চড়!

রেজাউল করিম
রেজাউল করিম

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৩:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আমার বিবেক আমাকে রাজনীতি করতে দিবে না! কিন্তু কেন? উত্তর জানতে পড়ুন।

প্রথম ছবিটা আমি পোস্ট করেছিলাম ৮ই মার্চ ২০১৯ সালে। তখনকার আওয়ামী লীগ সরকারের অধীনে প্রশাসনের অন্যায়, পক্ষপাত আর অবিচারের বিরুদ্ধে আমার মধ্যে তীব্র ক্ষোভ আর ঘৃণা কাজ করেছিল। আমি তখন যেমন অনুভব করেছিলাম, আজও সেই অনুভূতি বদলায়নি।

আজ, ২০২৫ সালে ঘটে যাওয়া ঘটনাগুলোর দিকে তাকিয়ে আমার সেই পুরোনো ক্ষোভ ও ঘৃণাটা যেন আবার জেগে উঠেছে। কারণ, ঐ পিতা আর কন্যার জায়গায় আজ তুমি, আমি কিংবা আমাদের পরিবারের কেউ থাকতে পারত।

এই উপলব্ধিটাই সবচেয়ে কষ্টদায়ক — অন্যায়ের শিকার হলে পরিচয় বা দলের কোনো মূল্য থাকে না; মানুষ হিসেবেই আমরা সবাই সমানভাবে কষ্ট পাই।

অপরাধী অবশ্যই তার প্রাপ্য শাস্তি পাবে, পেতেই হবে — কিন্তু সেই শাস্তি যেন এমনভাবে কার্যকর না হয়, যাতে কোনো নিরপরাধ শিশুর কোমল হৃদয়ে নতুন ক্ষত তৈরি হয়। কোনো সন্তানের জীবনে তার পিতার অনুপস্থিতির যন্ত্রণা যেন আরেকটি অন্যায়ে পরিণত না হয়।

বাংলাদেশের রাজনীতিতে আজ যে নোংরা ঘৃণা, প্রতিশোধ আর সহিংসতার সংস্কৃতি গেঁথে গেছে — তা আমাদের মতো সাধারণ, চিন্তাশীল, বিবেকবান নাগরিকদের জন্য একেবারেই উপযুক্ত নয়। আমরা চাই এমন একটা বাংলাদেশ, যেখানে রাজনৈতিক মতভেদ থাকবে, কিন্তু সেই মতভেদ মানবিকতার সীমা অতিক্রম করবে না। যেখানে ভিন্নমতের মানুষকে শত্রু হিসেবে নয়, সহযাত্রী হিসেবে দেখা হবে।

সময় এসেছে ঘৃণার রাজনীতি ছেড়ে মানবিকতার রাজনীতির পথে হাঁটার। কারণ, রাজনীতি যদি মানুষের জীবনকে রক্ষা না করে, তবে সেটি কেবল ক্ষমতার খেলা — নৈতিকতার নয়।


লেখক : গবেষক ও বিশ্লেষক।
 

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন