সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২, মহাসড়কে যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৩:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘উকিল গোষ্ঠী’ ও ‘আজিজ গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার রাত ৮টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত দুই জন আহত হন।

স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার সন্ধ্যার পর উভয় গোষ্ঠীর লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং পরিস্থিতি উত্তেজিত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে এবং মহাসড়কের তিন কিলোমিটার এলাকাজুড়ে বিরাট যানজট সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আহত দুই ব্যক্তি বাচ্চু মিয়া ও সৈয়দ মিয়াকে চিকিৎসা দিয়েছেন। আহতরা জানিয়েছেন, কয়েক দিন আগে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের নিয়ে ‘উকিল গোষ্ঠীর’ সাদ্দাম হোসেন ও ‘আজিজ গোষ্ঠীর’ আক্তার মিয়ার মধ্যে বিবাদ শুরু হয়, যা ধীরে ধীরে সংঘর্ষে পরিণত হয়।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, দুই গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধ উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন