সর্বশেষ

সারাদেশ

প্রত্যন্ত পল্লীতে আধুনিক চিকিৎসা: ‘গেনকি হেলথ সার্ভিস’-এর যাত্রা শুরু

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৮:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর রানীনগর উপজেলার প্রত্যন্ত আবাদপুকুর বাজার এলাকায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প খরচে অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করেছে ‘গেনকি হেলথ সার্ভিস’।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আইচি হেলথ কেয়ার গ্রুপ ও গেনকি হেলথ কেয়ার সার্ভিসের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গেনকি হেলথ কেয়ার সার্ভিসের আবাদপুকুর শাখার ইনচার্জ ডা. আব্দুল্লাহ আল ফাহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) ডা. জাহিদুল ইসলাম ও পরিচালক এএইচএমএম কামরুল আহসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসা সেবায় পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ কার্যক্রম একটি যুগান্তকারী উদ্যোগ। শহরের ব্যয়বহুল চিকিৎসা সেবা নিতে না পারা দরিদ্র মানুষেরা এখন নিজ গ্রামে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, “অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষদের অনেকেই অর্থাভাবে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। সেই বাস্তবতা বদলাতেই অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, “জটিল রোগে আক্রান্ত রোগীরা শহরে গিয়ে হোটেলে অবস্থান করে, সিরিয়াল নিয়ে প্রচুর খরচ করে চিকিৎসা নিতে পারেন না। তাদের জন্য এই কার্যক্রম নামমাত্র খরচে বিশেষজ্ঞ সেবা দেবে। পরীক্ষার প্রয়োজন হলে অংশীদার ডায়াগনোস্টিক সেন্টারগুলো থেকে বিশেষ ছাড়ে পরীক্ষা করানো যাবে।”

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা রমজান মারুফ, রোকনুজ্জামান প্রিন্স ও হারুনুর রশীদ টিপু বলেন, “এতদিন সঠিক চিকিৎসা সেবা পাওয়া ছিল আমাদের জন্য দূরের স্বপ্ন। গেনকি হেলথ সার্ভিস যে আধুনিক সেবা নিয়ে এসেছে, তা গ্রামীণ জনগণের জন্য আশীর্বাদস্বরূপ।”

গেনকি হেলথ কেয়ার সার্ভিসের পরিচালক এএইচএমএম কামরুল আহসান জানান, শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি সবদিন সকাল ও বিকেলে নিয়মিত অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা দেওয়া হবে।

এই উদ্যোগের মাধ্যমে আবাদপুকুরসহ আশপাশের গ্রামের সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা সেবার আওতায় আসবে এবং স্বাস্থ্য সচেতনতা ও জীবনমানের উন্নয়নে নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন