সর্বশেষ

জাতীয়

বাড়িভাড়া ভাতা বাড়ায় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবির প্রেক্ষিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

আন্দোলনের চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের ঘোষণা আসে। বৈঠকে অংশ নেওয়া শিক্ষক নেতারা জানান, সরকারের আশ্বাসে তারা আপাতত সন্তুষ্ট এবং ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষক নেতারা বলেন, "আমরা আন্দোলন স্থগিত করছি এবং খুব শিগগিরই শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। তবে আমাদের দাবির বাকি দুটি—চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ—সরকারকে গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।"

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সরকারের আশ্বাসে অবশেষে তারা রাজপথ ছেড়ে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার ঘোষণা দিলেন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন