কার্গো ভিলেজে আগুন : অক্ষত মালামালের তালিকা প্রকাশ

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হলেও গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ-এর পণ্য প্রায় অক্ষত রয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্ষতিগ্রস্তদের সহায়তায় অক্ষত মালামালের একটি তালিকা প্রকাশ করেছে।
বেলা সোয়া ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, কার্গো ভিলেজের সামনের এলাকায় এখনও পোড়া গন্ধে বাতাস ভারী। ফায়ার সার্ভিসের একটি গাড়ি সেখানে অবস্থান করছিল। এ সময় ৮ নম্বর গেট সংলগ্ন দেয়ালে বিমানের কর্মীরা অক্ষত মালামালের তালিকা লাগাচ্ছিলেন। তালিকাটি দেখতে জড়ো হন অনেক আমদানিকারক ব্যবসায়ী।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কর্মকর্তা খন্দকার নাহিদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের সময় বিজিএমইএ’র অধিকাংশ পণ্য ছিল অ্যাপ্রোন এরিয়াতে, যেখান থেকে বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। শুধু বিজিএমইএ নয়, ওই এলাকায় রাখা অন্য অনেক প্রতিষ্ঠানের পণ্যও অক্ষত রয়েছে। এসব পণ্যের তালিকা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ব্যবসায়ীরা ব্যাংকের নির্দিষ্ট ফি জমা দিয়ে এনবিআরের প্রক্রিয়ার মাধ্যমে তাদের মালামাল বুঝে নিতে পারবেন। কার্গো ভিলেজের পাশে ৯ নম্বর গেট এলাকায় অনেককে ইতোমধ্যেই মালামাল ডেলিভারি দেওয়া হচ্ছে।
অক্ষত মালামালের তালিকা দেখে পণ্য শনাক্ত করতে সক্ষম হয়েছেন মিরপুরের ‘ভিশন এপারসেল’-এর মালিক আব্দুর রহিম। তিনি জানান, চীন থেকে ৮০৮ ডলার মূল্যের ফেব্রিক্স আমদানি করেছিলেন। আগুনের ঘটনার পর দুই দিন ধরে খোঁজাখুঁজির পর আজ পাঁচটি পণ্য খুঁজে পেয়েছেন, যদিও বাকিগুলোর কোনো খোঁজ মেলেনি।
উল্লেখ্য, কয়েকদিন আগে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে কার্গো ভিলেজে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল। তবে সময়মতো নিয়ন্ত্রণে আনায় অনেক মালামাল রক্ষা পেয়েছে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।
১২০ বার পড়া হয়েছে