সর্বশেষ

সারাদেশ

'আমরা ঘের দখল করি না, জমি দখল করি না'

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৩:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সারা দেশের মানুষ এবার দাড়ীপাল্লায় ভোট দিতে প্রস্তুত।

দেশের প্রতিটি প্রান্তে নতুন এক রাজনৈতিক ঢেউ বইছে, সেটিকে আরও বেগবান করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”

সোমবার সাতক্ষীরার তালা উপজেলায় আয়োজিত এক ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জামায়াতে ইসলামি গুম, খুন, লুটপাট বা দুর্নীতির রাজনীতি করে না। আমরা একটি গঠনমূলক ও নৈতিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে না বেকারত্ব, থাকবে না অনিয়ম।”

অধ্যাপক পরওয়ার আরও বলেন, “তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকার আহ্বান জানাই। কোনো উস্কানিতে পা দেবেন না। একটি মহল জামায়াতের জনপ্রিয়তা রোধে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা জমি দখল করি না, ঘের দখল করি না, বালু উত্তোলনে জড়িত না। আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি।”

সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমির শহীদুল ইসলাম মুকুল এবং ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।

এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন