সর্বশেষ

সারাদেশ

থানচি বাজারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা 

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের থানচি উপজেলার একমাত্র বাজারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারটি।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বাজারের এক চানাচুর দোকান থেকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এরশাদ নামের দোকানির দোকানে ব্যবহৃত নিম্নমানের বৈদ্যুতিক তারে শর্ট সার্কিটের ফলে আগুন লাগে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পেয়ার মুহাম্মদ জানান, বাজার এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১০-১২টি পান, সিগারেট ও চানাচুরের দোকানে সস্তা বৈদ্যুতিক ক্যাবল ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও, কিছু দোকানে ২৪ ঘণ্টা লাইট চালু থাকার কারণে শর্ট সার্কিটের ঝুঁকি আরও বেড়ে যায়। এসব কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

উল্লেখ্য, থানচি বাজারে এর আগেও বেশ কয়েকবার বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২০ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৩৯টি দোকান এবং ২০২২ সালে আরও একটি অগ্নিকাণ্ডে ৬৫টি দোকান পুড়ে যায়, যার ফলে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, “বাজারের ফুটপাত দখল নিয়ে স্থানীয়রা একাধিকবার অভিযোগ করেছেন। অবৈধ স্থাপনা ও অনিরাপদ বিদ্যুৎ সংযোগের বিষয়টি আমলে নিয়ে খুব শিগগিরই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন