সর্বশেষ

জাতীয়

আজ ভুখা মিছিলে নামছেন এমপিওভুক্ত শিক্ষকরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৭:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা এবার ‘ভুখা মিছিল’-এর মতো প্রতীকী কর্মসূচি ঘোষণা করেছেন।

আজ (রোববার) খালি থালা ও বাটি হাতে নিয়ে রাজধানীর শিক্ষা ভবনের দিকে পদযাত্রা করবেন তারা।

শনিবার রাতে আন্দোলনরত শিক্ষক সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, অথচ নিজের জীবনে মর্যাদা, নিরাপত্তা ও স্বীকৃতি এখনও অধরা। বহু প্রতিশ্রুতি পেয়েছি, বাস্তবে কিছুই মেলেনি।”

এর আগে গতকাল সপ্তম দিনে আন্দোলনরত শিক্ষকরা কালো পতাকা মিছিল করেন এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকজন শিক্ষক আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

শনিবার দুপুরে শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে শিক্ষকরা। সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, “আমলারা শুধু বাড়ি ভাড়া নয়, পুরো বাড়ি পান। অথচ আমরা ন্যায্য বাড়িভাড়াটুকুও পাই না।”

এ সময় শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে যোগ দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

এদিকে, পৃথক এক বক্তব্যে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন বলেন, “আমরা কোনো শতাংশের হিসাব চাই না, চাই চাকরির পূর্ণ জাতীয়করণ। এতে শিক্ষকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে।”

শনিবার মহাখালীর গাউসুল আজম কমপ্লেক্সে আয়োজিত ‘মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষিকাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রুহী রহমান এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শাহনেওয়াজ দিলরুবা খান।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন