অস্ট্রেলিয়ার কাছে বড় হার, নারী বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৪:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
নারী ওয়ানডে বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
কিন্তু টানা তিন হারের পর সেমিফাইনালের টিকিট পেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছিল বাধ্যতামূলক। তবে শক্তিশালী অজিদের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি টাইগ্রেসরা। বিশাখাপত্নমে অনুষ্ঠিত ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন হারালো লাল-সবুজের দল।
এই জয়ে প্রথম দল হিসেবে চলমান নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে অপরাজিত রয়েছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইনিংসের শুরুটা মোটামুটি হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগ্রেসরা। দলের পক্ষে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। ৮০ বলে ৬৬ রানে অপরাজিত থেকে দলকে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রানে পৌঁছে দেন তিনি। ওপেনার রুবাইয়া ঝিলিক করেন ৪৪ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারহাম ২টি করে উইকেট নেন।
১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড। বাংলাদেশের বোলারদের কোনো সুযোগ না দিয়ে কেবল ৩৪.১ ওভারেই জয় নিশ্চিত করেন তারা।
হিলি খেলেন ঝড়ো ৭৭ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস, আর লিচফিল্ড ৭২ বলে অপরাজিত থাকেন ৮৪ রানে। দুই ওপেনারের দুরন্ত জুটিতে এক বলও না হারিয়ে ম্যাচ শেষ করে অস্ট্রেলিয়া।
এই পরাজয়ে চার ম্যাচে এক জয় ও চার হারে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে গেল। অন্যদিকে, দারুণ ফর্মে থাকা অস্ট্রেলিয়া আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে যাচ্ছে শিরোপা পুনরুদ্ধারের পথে।
১১৬ বার পড়া হয়েছে