সর্বশেষ

জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয় দফায় বাড়লো

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয় দফায় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। নতুন করে মেয়াদ বৃদ্ধির ফলে কমিশন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কার্যক্রম চালাতে পারবে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন গঠিত হয় গত ১২ ফেব্রুয়ারি। গঠনের সময় কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। সেই হিসেবে ১৫ আগস্ট ছিল কমিশনের প্রাথমিক মেয়াদ শেষ হওয়ার দিন।

তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায়, কমিশনের মেয়াদ এর আগে দুই দফায় এক মাস করে বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় আরও ১৫ দিনের সময় বৃদ্ধি করা হলো।

কমিশনটির দায়িত্ব ছিল ছয়টি পৃথক সংস্কার কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করে তা বিবেচনায় নেওয়া এবং প্রয়োজনে গ্রহণ করা। এই লক্ষ্যেই কমিশন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে এবং সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গঠনের চেষ্টা চালায়।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে, আগামী শুক্রবার ‘জুলাই সনদ’-এ বিভিন্ন রাজনৈতিক দলের স্বাক্ষর করার কথা রয়েছে, যা এই ঐকমত্যের একটি আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন