সর্বশেষ

ধর্ম

শর্তসাপেক্ষে ৫৬ ওমরাহ এজেন্সিকে অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
১৪৪৭ হিজরি (২০২৫-২০২৬) সালের ওমরাহ কার্যক্রমে অংশগ্রহণের জন্য দেশের ৫৬টি ওমরাহ এজেন্সিকে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদিত এজেন্সিগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি চলতি হিজরি সালের জন্য অনুমোদিত ওমরাহ এজেন্সির চতুর্থ তালিকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ওমরাহ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারকের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা ধর্ম মন্ত্রণালয়ের থাকবে।

এছাড়া অনুমোদিত এজেন্সিগুলোকে নির্ধারিত কোটা অনুযায়ী সর্বোচ্চ ১,০০০ (এক হাজার) জন ওমরাহযাত্রী প্রেরণের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই কোটার অতিরিক্ত ওমরাহযাত্রী পাঠানো যাবে না বলেও জানানো হয়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন