সর্বশেষ

শিক্ষা

ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৪:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষা ২০২৫ সারের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৯টি নিয়ম মানতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন ১৭ থেকে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন পদ্ধতি
এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত গ্রহণ করা হবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। আবেদন প্রক্রিয়ায় অনুসরণ করতে হবে নিচের ধাপগুলো:

১. নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে।
২. একটি মোবাইল নম্বর দিতে হবে, যেটিতে পুনর্নিরীক্ষণের ফলাফল জানানো হবে।
৩. বিষয় নির্বাচন করে ফি প্রদান করতে হবে।
৪. প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারিত হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্র বিশিষ্ট বিষয় (যেমন বাংলা) এর ক্ষেত্রে উভয় পত্রেই আবেদন করতে হবে।
৫. ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, ডাচ-বাংলা রকেট ও টেলিটক মাধ্যমে।
. ফি প্রদান শেষে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন চূড়ান্ত করতে হবে।
৭. ফি প্রদান করার আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জন করা যাবে। তবে একবার ফি প্রদান করলে তা আর বাতিল বা ফেরত নেওয়া যাবে না।
৮. চাইলে পরবর্তীতে নতুন বিষয়ের জন্য আবার আবেদন করা যাবে।
৯. শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হবে; ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন