এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫৮.৮৩ শতাংশ

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৪:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
দেশের ১১টি শিক্ষা বোর্ড—৯টি সাধারণ, ১টি কারিগরি এবং ১টি মাদরাসা বোর্ডের সমন্বয়ে এবারের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এ হার ১৮ দশমিক ৯৫ শতাংশ কম, যা ফলাফলের ধারাবাহিকতায় বড় ধরনের পতন হিসেবেই ধরা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে সব বোর্ডে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারছেন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনের এসএমএস সেবার মাধ্যমে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেননি প্রায় ২৭ হাজার শিক্ষার্থী।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পরীক্ষার্থীর সংখ্যা ও অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি হলেও পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে, যা শিক্ষাব্যবস্থার মান ও পরীক্ষার প্রশ্নপত্রের মান নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি করেছে।
১১১ বার পড়া হয়েছে