মেট্রোরেলের সময়সূচি বাড়ছে: ১৯ অক্টোবর থেকে কার্যকর

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মেট্রোরেলে চলাচলের সময়সূচি ও ট্রিপ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
যাত্রীদের বাড়তি চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে আগামী ১৯ অক্টোবর থেকে এ পরিবর্তন কার্যকর হচ্ছে।
ডিএমটিসিএলের উপ-সচিব জাহিদুল ইসলাম জানান, নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়বে, যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিট। শেষ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটে ছাড়বে। অপরদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
শুক্রবারেও সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে শুক্রবার মেট্রোরেল দুপুর ২টা ৩০ মিনিটে চালু হবে, যা বর্তমান সময়ের চেয়ে আধা ঘণ্টা আগে।
উল্লেখযোগ্যভাবে, নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতিদিন মোট ২৩৮টি ট্রিপ পরিচালিত হবে। এতে করে যাত্রী পরিবহনে সক্ষমতা ও ট্রেনের ফ্রিকোয়েন্সি আরও বাড়বে। নতুন পরিকল্পনায় পিক আওয়ারে ৪ মিনিট, অফ-পিক আওয়ারে ৬ মিনিট এবং সুপার অফ-পিক আওয়ারে ৮ মিনিট পরপর ট্রেন চালানো হবে।
বর্তমানে এমআরটি লাইন-৬-এ ছয় কোচবিশিষ্ট মোট ২৪ সেট ট্রেন রয়েছে, যার মধ্যে ১৩ সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। নতুন সময়সূচি কার্যকরের পর ১৯ সেট ট্রেন ট্র্যাকে থাকবে।
ডিএমটিসিএল-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে ৪ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। সময়সূচি পরিবর্তনের পর যাত্রী পরিবহন সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে, যা প্রায় ৫ লাখ যাত্রীতে উন্নীত হতে পারে।
১০৮ বার পড়া হয়েছে