রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৪:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুই দিনের সরকারি সফর শেষে ইতালির রোম থেকে দেশে ফিরেছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরকালে অধ্যাপক ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম-এর বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
রোমে অবস্থানকালে ড. ইউনূসের সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, FAO মহাপরিচালক কু ডংইউ, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর প্রেসিডেন্ট আলভারো লারিও, এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউসহ একাধিক গুরুত্বপূর্ণ নেতার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এছাড়া রোমে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
১০৭ বার পড়া হয়েছে