দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৮৫৭

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৪:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন।
ফলে চলতি বছর ডেঙ্গুজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে।
সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে ১৩৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন রোগী রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৭ জন ও সিলেট বিভাগে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৫ হাজার ৪১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫২ হাজার ৫৬১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭৭৮ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দিচ্ছেন। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে জনসাধারণকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে