সর্বশেষ

সারাদেশ

টেকনাফে ভাড়া বাসা থেকে ২৮ রোহিঙ্গা উদ্ধার, আশ্রয়দাতা আটক

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৭:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে তাদের আশ্রয়দাতা একজন স্থানীয় বাসিন্দাকেও আটক করা হয়েছে।

রোববার গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় এ অভিযান চালায় র‌্যাব-১৫।

র‌্যাবের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ২৮ জন রোহিঙ্গাকে একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় ওই বাসার মালিক বোরহান উদ্দিন (২৮)–কে আটক করা হয়। তিনি পশ্চিম সিকদার পাড়ার রশিদ আহমদের ছেলে।

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত কিছু রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস শুরু করেছে। তাদের অনেকেই মাদক ও মানবপাচার, খুন, ছিনতাই, অপহরণ ও ডাকাতির মতো অপরাধে জড়িত হচ্ছে। এমনকি কেউ কেউ জমি কিনে স্থায়ীভাবে বসতি গড়ার চেষ্টাও করছে।

এই পরিস্থিতি ঠেকাতে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আটক বোরহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন