সর্বশেষ

জাতীয়নির্বাচনে জনগণের রায় মেনেই কাজ করবে ওয়াশিংটন: মার্কিন রাষ্ট্রদূত
বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষা ব্যবহারের অভিযোগ তারেক রহমানের
সারাদেশইসলামী নীতিতেই ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র সম্ভব: চরমোনাই পীর
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের পরিদর্শন
শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত অন্তত ৩০
বিএনপির ভূমিধস জয় হবে ১২ ফেব্রুয়ারি : সালাহউদ্দিন আহমদ
ভোটাধিকার ফিরে পেতে মানুষ জেগে উঠেছে : দুলু
কুমিল্লায় বিএনপিকে কড়া সমালোচনা আসিফ মাহমুদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, তদন্ত শুরু
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
কুমিল্লায় জামায়াত আমিরের জনসভা ৩০ জানুয়ারি, ব্যাপক প্রস্তুতি
বাসু হত্যা মামলা: মৃত্যুদণ্ড ৫, আমৃত্যু কারাদণ্ড ৪, যাবজ্জীবন ১১ জনের
কক্সবাজারে পাহাড়ি এলাকায় ৬ কৃষক অপহরণ
চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বস্তাপঁচা রাজনীতি করতে চাই না : গোপালগঞ্জে ডা. শফিকুর
গোবিপ্রবিতে ‘মুলা’ ঝুলিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতীকী প্রতিবাদ
আন্তর্জাতিকপুনেতে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি মোতায়েন: ইরানে সম্ভাব্য হামলা ঘিরে উত্তেজনা
ইরানের ইসলামিক সরকার দুর্বল অবস্থায়: মার্কিন গোয়েন্দারা
খেলাঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা জয়ের খোঁজে ব্যর্থ বাংলাদেশ, ইংল্যান্ডের কাছে বড় হার
ইয়ামালের দুর্দান্ত গোল, আবার শীর্ষে বার্সা
খেলা

লা লিগার ম্যাচ ইউরোপের বাইরে, বার্সেলোনা-ভিয়ারিয়াল মায়ামিতে

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৭:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্প্যানিশ লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের বাইরের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি লিগ ম্যাচ।

বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার লা লিগার নির্ধারিত ম্যাচটি আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মায়ামিতে, হার্ডরক স্টেডিয়ামে।

লা লিগা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা সম্প্রতি ম্যাচটি স্পেনের বাইরে আয়োজনের অনুমতি দেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস জানিয়েছেন, ঐতিহাসিক এই ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মায়ামিতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সকার সামিট’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেবাস বলেন, “এই ম্যাচ শুধু লা লিগা নয়, স্প্যানিশ ফুটবলের জন্য একটি বড় মাইলফলক। আমাদের লক্ষ্য, বৈশ্বিক ভক্তদের আরও কাছে পৌঁছানো।”

তিনি আরও বলেন, “সারা বিশ্বে আমাদের অগণিত ভক্ত আছেন। তাঁদের মধ্যে অনেকে জীবনে একবার হলেও প্রিয় দলকে মাঠে দেখতে চান। এই ম্যাচ সেই স্বপ্নপূরণের সুযোগ করে দেবে।”

তবে এই সিদ্ধান্ত সবার কাছে সমানভাবে ইতিবাচকভাবে গ্রহণযোগ্য হয়নি। স্পেনে খেলোয়াড়দের সংগঠন এএফই লা লিগার এই পদক্ষেপের সমালোচনা করে জানিয়েছে, “দেশের বাইরে লিগ ম্যাচ আয়োজন শ্রমিক অধিকার এবং ক্রীড়াকাঠামোর ভারসাম্যে প্রশ্ন তোলে। খেলোয়াড়দের সম্মতি ছাড়া এমন সিদ্ধান্ত গ্রহণ অনুচিত।”

সংগঠনটি খুব শিগগিরই লা লিগা, বার্সেলোনা ও ভিয়ারিয়ালের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে।

বার্সেলোনা ক্লাব এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা বলেছেন, “যুক্তরাষ্ট্রে থাকা আমাদের ভক্তদের সঙ্গে আরও একবার যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছি। মায়ামির মতো শহরে ম্যাচ আয়োজন নিঃসন্দেহে এক ফুটবল উৎসব হবে।”

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ এই উদ্যোগের বিরোধিতা করেছে। ক্লাবের মতে, দেশের বাইরে লিগ ম্যাচ আয়োজন প্রতিযোগিতার ন্যায্য ভারসাম্য নষ্ট করে। বার্সার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং সরাসরি জানান, “ম্যাচটি আমার ভালো লাগছে না। ক্লাবগুলো অর্থনৈতিকভাবে লাভবান হলেও খেলোয়াড়দের জন্য এটি কঠিন—দীর্ঘ ভ্রমণ, ক্লান্তি এবং প্রতিযোগিতার স্বচ্ছতা ক্ষুণ্ন হয়।”

মূল সূচি অনুযায়ী, ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভিয়ারিয়ালের ঘরের মাঠ লা সেরামিকায়। মাঠ পরিবর্তনের কারণে ক্লাবটির সিজন টিকিটধারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন—এ কথা স্বীকার করে ভিয়ারিয়াল সভাপতি ফার্নান্দো রোয়িগ জানিয়েছেন, “আমরা টিকিটধারীদের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা নিচ্ছি। এটি সবাইকে নতুন এক অভিজ্ঞতা দেবে বলে বিশ্বাস করি।”

হার্ডরক স্টেডিয়ামে ফুটবল ম্যাচের পরদিনই অনুষ্ঠিত হবে এনএফএলের ম্যাচ—মায়ামি ডলফিনস বনাম সিনসিনাটি বেঙ্গলস। একদিনের ব্যবধানে ভিন্ন দুটি খেলা আয়োজন প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং হলেও আয়োজকরা আশাবাদী যে, সফলভাবে তা সম্পন্ন করা সম্ভব হবে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই লা লিগা যুক্তরাষ্ট্রে লিগ ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে আসছিল। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF) ও উয়েফার আপত্তির কারণে তা আটকে ছিল। চলতি বছর জানুয়ারিতে অবশেষে আরএফইএফ সম্মতি দেয়, এবং উয়েফাও অনিচ্ছাসত্ত্বেও অনুমোদন দেয়। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে লিগ ম্যাচ আয়োজনের নিয়ম নিয়ে এখন পুনর্বিবেচনা চলছে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন