সর্বশেষ

সারাদেশ

টাইফয়েড প্রতিরোধে ঝিনাইদহে গণমাধ্যমকর্মীদের কনসালটেশন ওয়ার্কশপ

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৪:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
"টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেবো দল বেঁধে"—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫।

ইউনিসেফ-এর সহযোগিতায় এই কর্মসূচিকে সফল করতে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় ইসলামি ফাউন্ডেশন অডিটোরিয়ামে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ঝিনাইদহ জেলা তথ্য অফিস এই ওয়ার্কশপের আয়োজন করে। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো: মোস্তাফিজুর রহমান।

ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো: লুৎফর রহমান, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ রিজাউল করিম এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: উজ্জ্বল হোসেন।

এছাড়া অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাব, জেলা রিপোর্টার্স ইউনিটি ও জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ওয়ার্কশপে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয় এবং গণমাধ্যমের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে এ বিষয়ে প্রচার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় অতিথিবৃন্দ জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টাইফয়েড টিকাদান কার্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে জেলার সকল নাগরিককে নিজ নিজ কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন