সারাদেশ
সিলেটের মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সিলেট প্রতিনিধি
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি সিলেটের দিকে আসার পথে মোগলাবাজার এলাকায় পৌঁছালে সেটি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রেল চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।
রেলওয়ের সিলেট স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাইনচ্যুত ট্রেন উদ্ধারে কাজ চলছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।
দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১৪০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর