সর্বশেষ

সারাদেশ

অবরোধ স্থগিত, খাগড়াছড়িতে স্বস্তির শ্বাস- তবু আতঙ্ক কাটেনি

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টানা চার দিনের অবরোধ শেষে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে অনির্দিষ্টকালের অবরোধ স্থগিতের ঘোষণার পর থেকে বুধবার সকাল থেকে শহরের রাস্তায় দেখা মিলছে ব্যাটারিচালিত টমটমসহ স্থানীয় যানবাহনের। তবে এখনো সীমিতভাবে চলছে দূরপাল্লার পরিবহন।


অবরোধ স্থগিত করা হলেও খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনও বহাল রয়েছে। ফলে জনসমাগম এখনো সীমিত। শহরের দোকানপাট খুলতে শুরু করলেও মানুষের মধ্যে আতঙ্ক পুরোপুরি কাটেনি।

জানা গেছে, জুম্ম ছাত্র জনতা নামক সংগঠনটি দুর্গাপূজা উপলক্ষে এবং প্রশাসনের দেওয়া ৮ দফা দাবির আশ্বাস পাওয়ায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের সিদ্ধান্ত নেয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়।


অবরোধ চলাকালে সহিংসতায় খাগড়াছড়ি ও গুইমারায় অন্তত তিনজন নিহত এবং অনেকেই আহত হন। গুইমারার রামসু বাজারসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট, বসতঘর ও সরকারি দপ্তর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সেনা, বিজিবি, র‍্যাব মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে টহল জোরদার করা হয়েছে। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ এবং জোন কমান্ডার লে. কর্নেল মোঃ খাদেমুল ইসলাম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।


এদিকে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, “পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠছে, যান চলাচল শুরু হয়েছে।” জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল খন্দকার ইসলামও জানান, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।

সম্প্রতিক সহিংসতা ও অপরাধ তদন্তে ইতোমধ্যে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সময় ধর্ষণের অভিযোগে মেডিকেল পরীক্ষায় কোনো আলামত মেলেনি বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. ছাবের।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন