চাঁদাবাজি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: অর্থ উপদেষ্টা

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে চাঁদাবাজি বেড়েছে এবং তা নিয়ন্ত্রণে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।
তার মতে, রাজনৈতিক অঙ্গীকার এবং রাজনৈতিক সরকারের অনুপস্থিতিতে চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, “আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন সেটা বেড়ে দেড় থেকে দুই টাকা পর্যন্ত হয়েছে। গত বছরের ৫ আগস্টের পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন পক্ষ চাঁদাবাজির সঙ্গে যুক্ত হয়েছে, এমনকি পূর্বে যারা এসব থেকে বিরত ছিল, তারাও এখন জড়িত। অনেকে চাঁদাবাজি করেও ব্যবসায়ী সংগঠনের সদস্য হিসেবে রয়ে গেছে।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজির সরাসরি প্রভাব পড়ছে পণ্যের দামে। এতে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। তবে এটি অর্থ মন্ত্রণালয়ের একক দায়িত্ব নয়। অন্তর্বর্তীকালীন সরকার ‘একে ধরো ওকে ধরো’ নীতিতে চলে না।”
মূল্যস্ফীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমাদের পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরের জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নেমে আসবে।”
১০৯ বার পড়া হয়েছে