সর্বশেষ

আন্তর্জাতিক

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেবে ট্রাম্প, তীব্র প্রতিক্রিয়া রাশিয়ার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইউক্রেনের অনুরোধে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট নিজেই। এ তথ্য জানিয়েছে বিবিসি।

দীর্ঘদিন ধরেই ইউক্রেন এমন অস্ত্র চেয়ে আসছিল যা রাশিয়ার ভেতরে গভীরে আঘাত হানতে সক্ষম। কিয়েভের মতে, এ ধরনের হামলা রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করবে এবং সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা বাড়বে।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী ইভান হাভরিলিউক বলেন, “যদি মস্কোর কাছে এই যুদ্ধ ব্যয়বহুল হয়ে ওঠে, তবে তারা শান্তি আলোচনায় বসতে বাধ্য হবে।”

তবে বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “টমাহক কিংবা অন্য কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধের গতিপথ বদলানো সম্ভব নয়।”

এদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই ইউক্রেনকে রাশিয়ার ভেতরে ‘গভীর হামলার’ অনুমতি দিয়েছেন বলে তিনি মনে করেন। তার ভাষায়, “এ সুযোগ এখন কাজে লাগাতে হবে।”

সাম্প্রতিক সময়ে ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে ট্রাম্প ইউক্রেনের সামরিক সক্ষমতা নিয়ে সন্দিহান ছিলেন, তবে সম্প্রতি তিনি বলেছেন, ইউক্রেন তার ভূখণ্ড পুনর্দখল করতে পারবে। বিষয়টি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বিস্ময় প্রকাশ করেছেন।

এমন সময়ে রাশিয়া তার হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। গত রোববারের এক টানা ১২ ঘণ্টার আক্রমণে রাশিয়া শতাধিক ড্রোন এবং প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে। এতে কিয়েভে অন্তত চারজন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। ইউক্রেনের দাবি, রাশিয়া এখন এমন ড্রোন ব্যবহার করছে যা ইলেকট্রনিক প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম।

এই পরিস্থিতিতে ইউক্রেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে কমপক্ষে ১০টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছে। উপ-প্রতিরক্ষামন্ত্রী হাভরিলিউক জানিয়েছেন, এ বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে এবং এটি শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন