সর্বশেষ

জাতীয়সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক : চিকিৎসক
বিজয় দিবসে আকাশে লাল-সবুজের গৌরব, ৫৪ প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড
রাজধানীতে বিজয় র‍্যালি, ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙা বাড়ির সামনে কর্মসূচি পালন
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৫৫তম মহান বিজয় দিবস আজ
বিজয় দিবসে বিভাজন ও হিংসা পরিহারের অঙ্গীকারের আহ্বান তারেক রহমানের
সারাদেশবিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে মানুষের ঢল, শ্রদ্ধায় মুখর
সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পন
আন্তর্জাতিকবিজয় দিবসে মোদির পোস্টে অনুপস্থিত বাংলাদেশের নাম
১৯৭১-এর বিজয় দিবস স্মরণে বিবৃতি দিল ভারতের সেনাবাহিনী
মরক্কোর সাফিতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি
খেলাআইপিএল নিলামে ইতিহাস গড়লেন ক্যামেরন গ্রিন, সর্বোচ্চ দামি বিদেশি খেলোড়ায়
সারাদেশ

পাবানায় ট্রেন দেরিতে ছাড়ায় যাত্রী-গ্রামবাসীর সংঘর্ষ, আহত কয়েকজন

 পাবনা প্রতিনিধি
 পাবনা প্রতিনিধি

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেলস্টেশনে ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষে স্থানীয় দুই যুবকসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ওই কারণে সোমবার রাতে একতা এক্সপ্রেস ট্রেনটি শরৎনগর স্টেশনে সাময়িকভাবে থামানো হয়। তবে দীর্ঘক্ষণ ট্রেন না ছাড়ায় যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে ক্ষিপ্ত যাত্রীরা স্টেশন মাস্টার মো. তাওহিদ হোসেনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান এবং ধাক্কাধাক্কির চেষ্টা করেন। একপর্যায়ে ট্রেনের যাত্রীদের একটি অংশ স্টেশন মাস্টারের কক্ষে ভাঙচুর চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা এগিয়ে আসেন। তখন যাত্রীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

ঘটনার সময় নজরুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা নিকটস্থ মসজিদে আশ্রয় নিলে, উত্তেজিত যাত্রীরা সেখানে গিয়েও হামলা চালায় বলে অভিযোগ উঠে। মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানানো হলে, মুহূর্তেই শতাধিক স্থানীয় মানুষ ঘটনাস্থলে জড়ো হন এবং যাত্রীদের প্রতিরোধ করেন। পরে ট্রেনে উঠেও কয়েকজন যাত্রীকে মারধর করেন স্থানীয় কিছু যুবক।

এ ঘটনায় স্থানীয় দুই যুবক কামরুল হাসান রিফাত ও আকাশ আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ট্রেনের কয়েকজন যাত্রীও, তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্টেশন মাস্টার মো. তাওহিদ হোসেন জানান, রাত ৮টা ৩২ মিনিটে একতা এক্সপ্রেস শরৎনগর স্টেশনে পৌঁছায়। রেললাইনের মেরামত কাজ চলার কারণে ট্রেনটি কিছু সময় থামিয়ে রাখা হয়। রাত পৌনে ১০টার দিকে যাত্রীদের একটি গ্রুপ ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে দুর্ব্যবহার ও কক্ষে ভাঙচুর চালায়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ট্রেনটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন