সর্বশেষ

আন্তর্জাতিক

কাতারে হামলায় দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাতারে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

হামলার জেরে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়লে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথভাবে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে ক্ষমা চান নেতানিয়াহু।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর দোহায় চালানো ইসরায়েলি হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। ওই হামলার লক্ষ্য ছিল হামাসের কয়েকজন সিনিয়র নেতা, যারা তখন একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন। হামলায় পাঁচজন হামাস সদস্য নিহত হলেও, হামাসের শীর্ষ নেতারা প্রাণে বেঁচে যান।

বিবৃতিতে আরও জানানো হয়, কাতারের ভূখণ্ডে এমন হামলার মধ্য দিয়ে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে বলে ইসরায়েল স্বীকার করেছে। নেতানিয়াহু ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি হবে না বলে কাতারকে আশ্বস্ত করেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি হামলায় একজন কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশটির জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয়। হামলার পরপরই কাতার কূটনৈতিকভাবে ইসরায়েলের প্রতি কড়া প্রতিবাদ জানায়।

বিশ্লেষকরা মনে করছেন, চলমান গাজা সংকট এবং হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির প্রক্রিয়ায় এই হামলা বড় ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে। কাতারের মতো মধ্যস্থতাকারী দেশের ওপর হামলা এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে।

 

সূত্র: আল-জাজিরা

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন