সর্বশেষ

সারাদেশ

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১ জেলে

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের মোল্লারচর সংলগ্ন মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বালুবাহী বাল্কহেডের ধাক্কায়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় ট্রলারে থাকা ৬ জেলের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন একজন।

নিখোঁজ জেলের নাম মোহাম্মদ শরীফ (৩২), যিনি মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সোনারগাঁও উপজেলার চরহোগলা বালুরঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে ট্রলারটি দুর্ঘটনায় পড়ে। একটি বাল্কহেড হঠাৎ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি নদীতে ডুবে যায়। ঘটনার পরপরই বাল্কহেডটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসে জানানো হলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, “নদীতে পানির গভীরতা এবং প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তবে আমাদের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এদিকে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, পালিয়ে যাওয়া বাল্কহেডটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন