যাত্রাবাড়ীর এসি বিস্ফোরণে নিভে গেল আরেকটি শিশুজীবন

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যাত্রাবাড়ীর ধলপুরে এসি বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের নয় বছর বয়সী শিশু তানভীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এর আগে, ওই ঘটনায় তার বাবা তুহিন হোসাইন প্রাণ হারিয়েছিলেন। ফলে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই জনে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তানভীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শিশুটির শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে ২৪ সেপ্টেম্বর একই হাসপাতালে মারা যান তানভীরের বাবা তুহিন হোসাইন (৩৮)। তার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
এ ঘটনায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তুহিনের স্ত্রী ইবা আক্তার (৩০) এবং ছোট ছেলে তাওহীদ (৭)।
দগ্ধ পরিবারের সদস্যদের স্বজনরা জানান, ২০ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর বউবাজার এলাকার বাসায় সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে এসি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে চারজনই দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তানভীরের মা ইবার ছোট বোন ফারজানা আক্তার বলেন,
“রাত গভীরে হঠাৎ বিস্ফোরণ হয়। চোখ খুলতেই দেখি আগুন চারদিকে। কেউই পালাতে পারেনি।”
দুর্ঘটনায় নিহত তুহিন হোসাইনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামে। তিনি পেশায় ছিলেন মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান এবং মোতালেব প্লাজায় কাজ করতেন।
১১৩ বার পড়া হয়েছে